২০১৩ এর শুরুর দিককার কথা। কলেজে পড়ছি, কত বড় হয়ে গিয়েছি ভাবতে পারেন? নতুন নতুন ইন্টারনেট ব্যবহার শিখছি। অনেক নেশার সাথে যোগ হয়েছিল ব্লগের নেশা। পড়ছি আর লিখছি... কি লিখছি কেন লিখছি জানি না, তবু লিখছি। সুবিধে ছিল এই যে বেনামে লেখায় কারো লাথি খেতে হত না। ব্লগের নেশার সাথে যুক্ত হল নতুন নেশা ফটোগ্রাফির। ক্যামেরা নেই, ছবি সম্পর্কে কিছুই জানি না কিন্তু ঐযে ব্লগ সে সব পড়তে পড়তে কখন যে ছবির প্রতি একটা ভাল লাগা শুরু হল আজো জানি না। তখন কলেজে একটা ফটোগ্রাফির ট্রেনিং এর আয়োজন হল। এখানের দেওয়া প্রথম চারটি টিউটোরিয়ালই সেই ট্রেনিংএর এসাইনমেন্ট। তখন গ্রামীনের 2G নেটের বদৌলতে রাতের পর রাত জেগে এই এসাইনমেন্ট গুলো বানিয়ে ছিলাম এর সাথে যুক্ত ছিল আমার ব্লগ লেখার অভিজ্ঞতা। তখন আমার দুটো জিনিষ মনে হত ১। হয়ত আমি ভালই লিখতে পারি, ২। হয়ত আমি মানুষকে ভালই বোঝাতে পারি।
আজ (২৭/০৫/২০২০ যে দিন আমি আবার সেই এসাইনমেন্ট গুলো খুজে পেলাম এবং আমার ওয়েব সাইটে এই photography নামক একটা পেজের জন্ম দিলাম) এত দিন পরে যখন আমার নিজেকে এক টুকরো মাংস পিন্ড ছাড়া আর কিছুই মনে হয় না তখন এই খুঁজে পাওয়া আমাকে হয়ত একটু হলেও বুস্ট করবে।
তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু।
আমরা অবোধ, অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু।।
Tutorial List
No comments:
Post a Comment