কোন একটা শব্দের আগে A হবে না an হবে? এই কথা আসলেই আমরা vowel/consonent এর কচকচানি শুরু করি এর পর ব্যাতিক্রম গুলো বলে থাকি। কিন্তু ক্লাস ৫/৬ এ থাকার সময়ে এক স্যারের থেকে একটা রূল শিখেছিলাম যাতে এত সব কিছু মনে রাখতে হত না। সেই রূল কিছুতেই মনে করতে পারছিলাম না। অনেক খুঁজে youtube থেকে সেই রূলটা আবার বের করলাম এবং যেন ভুলে না যাই তাই এখানে লিখে রাখা।
আমি একটু অন্য ভাবে ভিডিওর রূলকে উপস্থাপন করছি এবং শেষে ভিডিওটা যুক্তও করে দিচ্ছি।
স্টেপ ০. শব্দটিকে উচ্চারন করুন।
স্টেপ ১. আপনার শব্দটি "ওয়া"/ "ইউ" এর মত শব্দ করে শুরু হলে স্টেপ ৩, না হলে স্টেপ ২ দেখুন।
স্টেপ ২. আপনার শব্দটি "অ"/ "আ"/"ই"/"এ"/"ও" এর মত শব্দ করে শুরু হলে An ব্যবহার করুন না হলে স্টেপ ৩ দেখুন।
স্টেপ ৩. A ব্যবহার করুন।
এই চারটি ধাপ ব্যবহার করে বলুন Important, Honest, Orange, Editor, M.B.B.S, Building, B.C.S, Book, Pretty girl, Student, European, University, One-eyed man, One Tk note, Wonder এই শব্দ গুলোর আগে a/an বসবে?
No comments:
Post a Comment